আজকাল ওয়েবডেস্ক: 'প্যায়ারি দিদি', 'জীবন রক্ষা' যোজনার পর এবার দিল্লির ভোটারদের 'যুবা উড়ান' যোজনার প্রতিশ্রুতি দিল কংগ্রেস। দিল্লিতে ক্ষমতায় এলে 'যুবা উড়ান'  প্রকল্পের মাধ্যমে বেকার যুবককে প্রতি মাসে ৮ হাজার ৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে বলে ঘোষণা করা হল। তবে, শিক্ষিত অথচ গত এক বছর ধরে বেকার এমন যুবকরাই এই প্রকল্পের আওতায় পড়বেন। 

এআইসিসির সাধারণ সম্পাদক শচীন পাইলট রবিবার সংবাদিকদের বলেছেন, "আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে নয়া সরকার গঠিত হতে চলেছে। সেই লক্ষ্যে কংগ্রেসের তরফে দিল্লির যুব সম্প্রদায়ের জন্য নয়া উপহার আনা হচ্ছে। আজ আমার দল সিদ্ধান্ত নিয়েছে, আমরা ক্ষমতায় এসেই দিল্লির প্রতিটি বেকার যুবককে মাসে ৮৫০০ টাকা করে আর্থিক সাহায্য করব। শিক্ষিত অথচ এক বছর ধরে বেকার এমন যুবকরা এই প্রকল্পের আওতায় পড়বেন। এটা শুধু আর্থিক সাহায্য নয়, যে ক্ষেত্রে তাঁরা প্রশিক্ষিত সেই সব ক্ষেত্রে তাঁদের নিয়োগ করার চেষ্টা করবে কংগ্রেস সরকার।"

আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা ভোট রয়েছে। প্রচারে প্রতিশ্রুতির বন্য়া বওয়াচ্ছে সব রাজনৈতিক দল। এর আগে ১৮ বছরের উর্ধ্বে সমস্ত মহিলাকে মাসে এক হাজার টাকা ভাতা দেওয়ার ঘোষণা করেছে আপ সরকার। শুধু তাই নয়, ক্ষমতায় এলে এই টাকার অঙ্ক হাজার থেকে বাড়িয়ে মাসে ২১০০ টাকা করে দেওয়া হবে বলেও ঘোষণা করা হয়েছে। 
 
বাদ যায়নি কংগ্রেস। গত ৬ জানুয়ারি হাত শিবির 'প্যায়ারি দিদি' যোজনার ঘোষণা করে। এই প্রকল্পে মহিলাদের জন্য মাসিক ২,৫০০ টাকা আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়। ৮ জানুয়ারি 'জীবন রক্ষা' যোজনার ঘোষণা করা হয়। যার অধীনে ২৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য বিমা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। এবার  'যুবা উড়ান' যোজনার ঘোষণা করা হল।